বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র শ্রমিক দল নেতা ফজল হক খুনের ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৭ এপ্রিল) রাতে মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সখিপুর উপজেলার হাতিবান্দা ইউনিয়নের হাতিবান্দা গ্রামের মৃত. সিরাজ মিয়ার স্ত্রী গুলবাহার বেগম (৫৫), পুত্রবধূ আনোয়ার হোসেনের স্ত্রী রোমেনা বেগম (৩৭) ও গেচুয়া গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে জাফর মিয়া (৩২)।
গতকাল রবিবার সকালে ফজল হকের ফুপাতো ভাই মাসুদ পারভেজ তার ভগ্নিপতি হাতিবান্দা গ্রামের সিরাজ মিয়ার ছেলে আনোয়ার হোসেন, বোন রোমেনা বেগম ও বোনের শাশুরি গুলবাহার বেগমসহ আত্মীয়স্বজন এবং ভাড়া করা লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে স্বজ্জিত হয়ে ফজল হকের জমিতে বেড়া দিতে যান।
খবর পেয়ে স্ত্রী-সন্তান নিয়ে প্রতিবাদ করতে ঘটনাস্থলে গেলে ফজল হককে এলোপাথারি কুপিয়ে হত্যা করেন তারা। এ সময় ফজল হকের স্ত্রী মরিয়ম বেগম এবং ছেলে মনিরুজ্জামানকেও পিটিয়ে আহত করা হয়। তারা জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
গতকাল রাতেই ফজল হকের স্ত্রী মরিয়ম বেগম ২৩ জনের নাম উল্লেখ এবং ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় খুনের মামলা করেন।
রাতে পুলিশ মাসুদ পারভেজের বোন রোমেনা বেগম, শাশুরি গুলবাহার বেগম এবং জাফর মিয়াকে গ্রেপ্তার করে।
মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, ‘ফজল হক খুনের ঘটনায় তিন জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
Leave a Reply