বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
সকালের বার্তাঃ- ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে টাংগাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ২১ মার্চ (শুক্রবার ) ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামি ছাত্রশিবির টাংগাইল জেলা শাখা। শুক্রবার বাদ জুমআ টাংগাইল জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাওহীদ জনতা। দুপুর ২ টায় ইসলামি ছাত্রশিবির টাংগাইল জেলা শাখার সভাপতি মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল কুমুদিনী সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড,ভিক্টোরিয়া রোড, নিরালা মোড় হয়ে টাংগাইল প্রেসক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ইজরাইলি নৃশংস হামলার বিরুদ্ধে বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবিরের টাংগাইল জেলা সভাপতি মাজহারুল ইসলাম, সেক্রেটারি আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ। এছাড়া শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বাদ জুমআ অন্যান্য ইসলামি সংগঠনও ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।
Leave a Reply