বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
সকালের বার্তাঃ- বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনায় টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলা কাকুয়া ইউনিয়নে দেলধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
আলোচনা সভায় কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহাদত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খাদেমুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, মামুন সরকার, জেলা কৃষকদলের সদস্য সচিব শামিমুর রহমান খান, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক রক্সি মেহেদী, সিনিয়র সহ-সভাপতি খালেদা আক্তার সপ্না, জেলা তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক বিএনপি নেতা আনিছুর রহমান প্রমুখ। এ সময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply