বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
সকালের বার্তাঃ- আবাদী জমিতে জোড় করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে টাঙ্গাইল কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাফি খান ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.হারুন খানের বিরুদ্ধে। এ বিষয়ে কালিহাতী উপজেলার নির্বাহী অফিসার,কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভুমি) অফিসার ইনর্চাজ কালিহাতী থানা ও কালিহাতী কৃষি অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তোভোগী মো.শফিকুর রহমান সিদ্দিকী,লিখিত অভিযোগ থেকে জানা যায় কোকডহরা ইউনিয়নের ৫নং ওর্য়াডের ইউপি সদস্য মো.হারুন খান জোড় দখল করে কৃষি জমিতে মাটি ভরাট করে রাস্তা তৈরী করছে। হারুন খান কে বার বার বলা সত্তেও জমি থেকে মাটি সরাইনি। উল্টো হুমকী দামকী দিয়ে আমাদেরকে ভয় ভীতি দেখাচ্ছে। রাস্তা নির্মাণকে কেন্দ্র করে হারুন খান ও তার দলবল রোজার মধ্যে আমাদেরকে মারধর করছে তাতে বেশ কয়েকজন আহত হয়েছে।
অভিযোগের উপর ভিত্তি করে কালিহাতী উপজেলার নির্বাহী অফিসার শাহাদাত হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতিনিধি ১জন,উপজেলা প্রকৌশলী প্রতিনিধি ১জন ও ভ‚মি উপ-সহকারী কর্মকর্তা ১জন এই মোট ৩ সদস্য একটি কমিটি গঠন করে। কমিটিকে দ্রæত তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য নিদের্শ প্রদান করেন।
কমিটির রিপোর্টে দেখা যায় কালিহাতী উপজেলাধীন টি আর কর্মসূচীর আওতায় কোকডহড়া ইউনিয়নের ৫নং ওর্য়াডের মাটির রাস্তা পূনঃ নির্মাণ কাজটি অদ্য ২৫/০২/২০২৫ ইং তারিখে সরেজমিনে পরিদর্শন করে তদন্ত কমিটি। রিপোর্টে উল্লেখ করেন রাস্তাটির মাটির কাজ প্রায় ৮৫/৯০% শেষ হয়েছে। বাকী ১০/১৫% কাজ করতে দুই পাশে জমি দাতার জমির উপর দিয়ে,রাস্তার কাজ করার অসম্মতি প্রকাশ করে। তবে কাজটি সম্পন্ন করা হলে রাস্তাটি কালিহাতী-রতনগঞ্জ রাস্তার সহিত সংযোগ হবে। ফলে এলাকার জনসাধারণের চলাচলের সূফল বয়ে আনবে।
এ বিষয়ে প্রকল্পের সভাপতি মো.হারুন খান ও সাধারণ সম্পাদক সোহেল খান এর নিকট জানতে চাওয়া হলে তারা বলেন রাস্তাটি পূর্বেই দেওয়া ছিলো,পরে গত ২৭ ফ্রেরুয়ারী ২০২৫ অত্র ইউনিয়নের ৫নং ওর্য়াডের পাছচারান সিএন্ডবি রাস্তা হতে বদও আলীর বাড়ী পর্যন্ত রাস্তা নির্মানের জন্য (টিআর-নগদ টাকা) একটি প্রকল্প উপজেলা নির্বাহী অফিসার কালিহাতী প্রদান করলে সেই টাকা দিয়ে রাস্তাটি নির্মাণ করা হয়। এখানে জমি ওয়ালাদের অনাপত্তি¡ থাকলেও জনস্বার্থে রাস্তাটি খুবই দরকার, সেই জন্য রাস্তাটি পূন নির্মাণ করা হয়। এখানে জবর দখলের কোন ঘটনা ঘটেনি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার দেখছেন।
Leave a Reply