বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
সকালের বার্তাঃ- টাংগাইল জেলার কালিহাতি থানাধীন এলাকা হতে ১৯৯ (একশত নিরানব্বই) বোতল ফেন্সিডিলসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে সিপিসি-৩, র্যাব-১৪, টাংগাইল ক্যাম্প।
সিপিসি-৩, র্যাব-১৪, টাংগাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মার্চ ২০২৫ তারিখ বিকাল অনুমান ৪:৪০ ঘটিকায় টাংগাইল জেলার কালিহাতি থানাধীন শল্লা বাসষ্ট্যান্ড জামে মসজিদ সংলগ্ন ঢাকা টাংগাইল মহাসড়কের ঢাকাগামী লেনের উপর চেকপোষ্ট পরিচালনা করে মোঃ রাফিউল পিতা- মোঃ রেজাউল করিম, সাং-নিশিন্দারা, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া,কে ১৯৯ পিস মাদকদ্রব্য ফেন্সিফিল ও একটি পিকআপ’সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল এর আনুমানিক বাজার মূল্য -৫,৯৭,০০০/- (পাঁচ লক্ষ সাতানব্বই হাজার টাকা মাত্র)
এ ঘটনায় টাংগাইল জেলার কালিহাতি থানায় মামলা দায়েরর্পূবক আসামীকে আলামতসহ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply