বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
সকালর বার্তাঃ-
অদ্য (২৮ ফেব্রুয়ারি) শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল শহর শাখার উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, ইসলামি ছাত্রশিবিরের টাংগাইল জেলা সভাপতি মাজহারুল ইসলাম ও সদর উপজেলা সেক্রেটারি আলমগীর হোসেনের নেতৃত্বে মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ। বাদ আসর মিছিলটি শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে মেইন রোড হয়ে শহীদ মিনারের সামনে সমাবেশ করে ভিক্টোরিয়া রোড হয়ে পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশ করে শাহীন কলেজের সামনে দিয়ে টাংগাইল প্রেসক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর আহসান হাবীব মাসুদ প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে উদ্দেশ্য করে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানান। তিনি দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ে বলেন ৫ আগষ্টের আগের আর পরের রমজানের মধ্যে আকাশ জমিন তফাৎ। রমজানে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে, নিত্যপণ্যের দাম বাড়ানো যাবে না। তিনি সর্বস্তরের জনগণকে রমজানের হক আদায় করে সিয়াম সাধনার আহবান জানান।
Leave a Reply