শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
সকালের বার্তাঃ- ০৩ফ্রেরুয়ারী তারিখে পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন, মির্জাপুর, এর যৌথ উদ্যোগে মির্জাপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন ০৯ (নয়) টি
অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ০৭ (সাত) টি ইটভাটার কিলন ও চিমনী ভেঙ্গে, কাঁচা ইট ধ্বংস করে ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ভাটার কার্যক্রম
সম্পূণভাবে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া মেসার্স শরীফ হযরত ব্রিকস ম্যানুঃ কে ২০০,০০০/- (দুই লক্ষ টাকা) এবং হাকিম বিকস রানাশাল কে ৫০০,০০০/- (পাঁচ লক্ষ টাকা) জরিমানা ধার্যপূর্বক
আদায় করা হয় এবং ফায়ার সার্ভিসের ও ভেক্যু মেশিনের সহায়তায় কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের উপপরিচালক জনাব মিয়া মাহমুদুল হক এবং
জনাব এ. বি. এম. আরিফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, মির্জাপুর, টাঙ্গাইল ।
উক্ত অভিযানে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নাজমুল এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজীব কুমার ঘোষ ও পরিদর্শক জনাব বিপ্লব কুমার
সূত্রধর। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ এর টীম উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন। পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার
বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।
ধংশ করা ইটভাটার হলো মেসার্স রান ব্রিকস -২, মির্জাপুর,টাঙ্গাইল। মেসার্স রমিজ ব্রিকস -২, মির্জাপুর,
টাঙ্গাইল। নিউ সরকার ব্রিকস, মির্জাপুর,টাঙ্গাইল। বাটা ব্রিকস, মির্জাপুর, টাঙ্গাইল। এইচ ইউ বি ব্রিকস, মির্জাপুর, বি এন্ড বি ব্রিকস, মির্জাপুর,টাঙ্গাইল। সনি ব্রিকস, মির্জাপুর, টাঙ্গাইল। মেসার্স শরীফ হযরত ব্রিকস ম্যানুঃ,মির্জাপুর, টাঙ্গাইল। ২০০,০০০/- (দুই লক্ষ) টাকা ধার্যপূর্বক আদয় এবং ও কাঁচা ইট ধ্বংস করা হয়। হাকিম বিকস রানাশাল, মির্জাপুর,টাঙ্গাইল।৫০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা ধার্যপূর্বক
আদয় এবং ও কাঁচা ইট ধ্বংস করা হয়।
Leave a Reply