বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
সকালের বার্তাঃ- টাংগাইলের মধুপুরে তৌহিদুল ইসলাম নামের এক গাড়ীচালককে অপহরণ করে মারধর ও ৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে মধুপুর উপজেলা বিএনপির নেতা দেলোয়ার হোসেন ও শামীমের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী তৌহিদুল ইসলাম রিপন গতকাল (৬ ফেব্রুয়ারি) টাংগাইল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন। অভিযোগপত্রে ভুক্তভোগী তৌহিদুল ইসলাম রিপন বলেন, অভিযুক্ত মো. দেলোয়ার হোসেন,মো. শামীম উভয়ের পিতা: হাফিজুর রহমান, গ্রাম :আড়ালিয়া,উপজেলা : মধুপুর, টাংগাইল তাদের ভাড়া করা সন্ত্রাসী মধুপুর পৌর ছাত্রদলের নেতা রুমান, পিতা: আ. হামিদ,গ্রাম : আড়ালিয়া,মধুপুর, টাংগাইল এর সন্ত্রাসী বাহিনী নিয়ে গত ০১/০৩/২০২৫ রাত আনুমানিক ১০ ঘটিকায় মধুপুর বাসস্ট্যান্ডে বিআরটিসি বাস কাউন্টার মিজানুর রহমান নান্নুর ঘরে আমাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় আমাকে বাসা থেকে সোনা-গহনা,টাকা পয়সা আনতে বলে। যদি না আনি তাহলে মেরে ফেলার হুমকি দেয়। দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং ব্ল্যাংক চেকে স্বাক্ষর নেয়। রাত সাড়ে ৩ টা পর্যন্ত আমার উপর অমানুষিক নির্যাতন চালায় এবং ব্ল্যাংক চেক নিয়ে আসতে বলে তারা। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাকে ফোন দিয়ে নিয়ে আসি নগদ ১০ হাজার টাকা ও চেকবইসহ। বইয়ের পাতার নম্বর :৪৩৭৬২৮০। এছাড়াও ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং ৬ লাখ টাকা দাবি করে। এ বিষয়ে মধুপুর থানায় ও আর্মি ক্যাম্পে অভিযোগ দায়ের করি। থানায় প্রথমে অভিযোগ নিতে চায়নি। পরে সেনাক্যাম্পে অভিযোগ দিলে ক্যাম্প থেকে থানায় ফোন দিলে থানা অভিযোগ গ্রহণ করে। তারা সকলেই বিএনপির প্রভাবশালী নেতা হওয়ার কারণে আমি ও আমার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতিনিয়ত তারা ০১৭৮০৩৮৬১৫৯ এই নাম্বার থেকে হুমকি দিয়ে যাচ্ছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও যথাযথ কর্তৃপক্ষের কাছে এর প্রতিকার চাচ্ছি। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
Leave a Reply