মাসুদুল হাসান মাসুদ, ভূঞাপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সোবহানের অর্থ আত্মসাতের অভিযোগ এনে মানববন্ধন করেছে একই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীর।
সোমবার সকাল ১১ টায় শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ভূঞাপুর ফাযিল মাদরাসার সামনে প্রিন্সিপাল ইবরাহীম খাঁ মাজার রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অত্র মাদরাসার সহকারী অধ্যাপক মওলানা সিরাজুল ইসলাম, সহকারী অধ্যাপক আমিনা খাতুন, ইয়াছির আরাফাত, দিলওয়ার মাসউদ, আব্দুল লতিফ ভুইয়া। উক্ত মানববন্ধনে শিক্ষকসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বক্তারা রশিদ ছাড়া অর্থ আদায়, শিক্ষকদের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন, মহিলা শিক্ষকদের কুরুচিপূর্ণ কথা বলা, একই ভাউচার দুইবার দেখিয়ে টাকা আত্মসাত, ভাউচারে মুলকপি না উপস্থাপন করে কৌশলগত কারণে ফটোকপি উপস্থাপন করাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ তুলে ধরেন।
এছাড়া প্রতিষ্ঠান কর্তৃক আদায় কৃত টাকা নিজের ব্যক্তিগত একাউন্টে জমা করা, গভীর রাত পর্যন্ত মাদরাসার অফিস কক্ষে অবস্থান করে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে খোশগল্প মত্ত থাকেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান জানান, ভূঞাপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ আব্দুস সোবহানের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply