সকালের বার্তাঃ- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো.সাইফুল ইসলাম এর পক্ষ থেকে গাবসারা ইউনিয়নের বিভিন্ন ওর্য়াডের অসহায় হতদরিদ্র মানুষ গুলোর মাঝে ঈদ উপহার বিতরণ করেন। ২৯ মার্চ শনিবার তার নিজ বাড়ী পুংলিপাড়া গ্রামে কয়েক শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ২নংগাবসারা ইউনিয়ন বিএন পির সাংগঠনিক সম্পাদক আব্দূস সালাম,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাহাদাৎ হোসেন বিএনপি নেতা বেল্লাল হোসেন বিএসসি আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি‘র সভাপতি ইউনুস সম্পাদক কাইয়ুম,সভাপতি কাজল,সাংগঠনিক সম্পাদক হোসেন, সহ আব্দুল বারেক, আবু তালেব মেম্বার আ: করিম, চানমিয়া, জাহিদ মেম্বার, এনামুল হক বুদ্দু, তোতা মোল্লা যুব নেতা সুমন,জিয়া মঞ্চ নেতা মনির,ছামান মেম্বার,বাদল শেখ,ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছুরমান ইউনিয়ন শ্রমিক দল সভাপতি খ: ঠান্ডু সম্পাদক ফালান শেখ,জিয়া মঞ্চ সভাপতি আইয়ুব আলী প্রমূখ্য।
Leave a Reply