সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
সকালের বার্তাঃ- নাবালেক তমা’র কোলে শিশু বাচ্চা,বাবা কে? এমন প্রশ্নের উত্তর খুঁজছে হাজারো মানুষ, সবাই বলছে কারো না কারো দ্বারাইত জন্ম হয়েছে এই বাচ্চাটি! ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের ছাওয়ালী গ্রামের কৃষক তোফাজ্জল এর মেয়ে তমা (১৫) এর সাথে। মামলার সূত্র থেকে জানা যায়, একই গ্রামের গোলাম মিয়ার ছেলে রশিদ মিয়া (৫৫) ভাতকুড়া এ এস কে বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী তমা (১৫) কে নিজ বাড়ীতে ডেকে নিয়ে জোড় করে ধর্ষণ করে। তমা তখন ভয়ে কাউকে কিছু না বললেও একটি সময় তমার শরিরের গঠন পরিবর্তন হলে সবার নজরে বিষয়টি চলে আসে। জিজ্ঞাসাবাদে তমা বিষয়টি বাবা মা সহ আরো বেশ কয়কজনকে বলে যে আমাকে ভয় দেখিয়ে জোড় করে রশিদ মিয়া ধর্ষন করে,এবং বলে এ কথা যদি কাউকে বলে দেই তাহলে তোর ছোট ভাইকে জানে মেরে ফেলব। বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চ্যাঞ্জচলের সৃষ্টি হয়।
ইতি মধ্যে গত ২২/১২/২০২৪ রাত্রি অনুমান ০১.৩০ ঘটিকার সময় তমা কন্যা সন্তান জন্ম দেন। জন্ম দেওয়ার পরে কে তার পিতা এমনই অনেক প্রশ্নের উত্তর খুঁজছে এলাকা বাসি। তমার বাবা তোফাজ্জল মেয়েকে নিয়ে মির্জাপুর থানায় হাজির হয় রশিদ মিয়ার নামে অভিযোগ দিতে,কিন্তু থানার দ্বায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তা থানায় অভিযোগ না নিয়ে টাঙ্গাইল কোটে মামলা করার জন্য পরামর্শ দেন। নিরহ পিতা কোন কুল কিনারা না পেয়ে গ্রামের বৃত্তবান লোকদের আর্থিক সহযোগিতায় টাঙ্গাইল মাননীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রশিদ মিয়াকে আসামী করে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য টাঙ্গাইল ডিবি (উত্তর)কে দ্বায়িত্ব দেওয়া হলে তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ^াস দেন।
এদিকে তমা তার কন্যা সন্তানকে নিয়ে মানবতার সাথে জীবন যাপন করছেন। সুষ্ঠ তদন্ত করে রশিদ মিয়ার শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply