সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
সকালের বার্তা ডেস্ক রিপোর্টঃ- চট্টগ্রাম, ১৩ জানুয়ারি ২০২৫ বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক(ক্লিন), এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভলপমেন্ট (বিডব্লিউজিইডি) এর যৌথ উদ্যোগে আজ চট্টগ্রামে নতুন বছরে নতুন প্রত্যাশা নিয়ে নবায়নযোগ্য শক্তির দাবিতে বিশেষ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনটির মূল প্রতিপাদ্য ছিল “নতুন বছরে, নতুন প্রত্যাশাঃ জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির স্বপ্ন দেখি”।
ক্যাম্পেইনটি চট্টগ্রামের চান্দগাঁও পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব এবং জীবাশ্ম জ্বালানির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। তারা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াানোর মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান। ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন, “নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে আমরা একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে পারি। এটি শুধুমাত্র পরিবেশের জন্য নয়, অর্থনৈতিক উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ।
ক্যাম্পেইন চলাকালে অংশগ্রহণকারীরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর জন্য বিভিন্ন সুপারিশ প্রদান করেন এবং সরকারের কাছে এই খাতে বিনিয়োাগ বাড়ানোর আহ্বান জানান। তারা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সাধারণ জনগণকে উৎসাহিত করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহনের আহবান জানান।
ক্যাম্পেইনটি সফলভাবে সমাপ্ত হয়, এবং আয়োজকরা ভবিষ্যতে এ ধরনের আরও কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন, যা দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রচারণা কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ক্যাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, বাংলাদেশ ফ্রুটস ভেজিটেল এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের কেন্দ্রিয় সদস্য মোঃ সেলিম জাহাঙ্গীর, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মোহাম্মদ জানে আলম, ক্যাব ৭নং ওয়ার্ডের সহ-সভাপতি এম এ আওয়াল শাহীন, ক্যাব যুব গ্রæপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান, যুব গ্রæপ সদস্য এমদাদুল ইসলাম, সিদরাতুল মুনতাহা, নাফিসা নবী, ছাত্র নেতা রাসেল উদ্দীন, সিদরাতুল মুনতাহা, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর আবু হাসান আজমী প্রমুখ।
প্রচারাভিযানে দাবি করা হয়, পরিবেশ ও জলবায়ু সংকটাপন্ন অঞ্চল হিসাবে এখানে জ্বালানী খাতে অনেকগুলো প্রকল্প নেয়া হয়েছে যেখানে পরিবেশের বিষয়টি উপেক্ষা করা হয়েছে। এর বাইরে দেশের অর্থনীতি এবং পরিবেশের জন্য ক্ষতিকারক জীবাশ্ম জ্বালানি ভিত্তিক প্রকল্প গ্রহনের কারনে এসংকট আরও ঘনিভূত হচ্ছে। জীবাশ্ম জ্বালানী ভিত্তিক প্রকল্পের জন্য জ্বালানী আমদানিতে বিপুল বৈদশিক মুদ্রা খরচ করতে হয়, যা দেশের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া হয়। তাই এই জ্বীবাশ্ম জালানী ভিত্তিক প্রকল্পের ক্ষতিকারক বিষয়ে প্রচারণা চালাবে এবং সরকারকে জীবাশ্ম জ্বালানিভিত্তিক সব প্রকল্প বাতিল করার আহ্বান জানানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর প্রচারণা চালানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Leave a Reply