মাসুদুল হাসান মাসুদ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর নিজ এলাকা টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক উপ-মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) বিকেলে ভূঞাপুর উপজেলা বিএনপির উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করে।
সদ্য কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুসজ্জামান দুদু। তিনি বলেন ১৭ বছর ধরে স্বৈরাচার, ফ্যাসিবাদের পতনের জন্য বিএনপির নেতাকর্মীরা লড়াই করেছে। এখনও লড়াই শেষ হয়ে যায় নাই। লাখ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকের কারাগারে গুম অবস্থায় মৃত্যু হয়েছে।
আমাদের হাজার হাজার নেতা কর্মী কারাগারে ছিল। অনেক লড়াই, সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষার পর দেশে পরিবর্তন এসেছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু গণতন্ত্র এখনও পুনঃ প্রতিষ্ঠা হয় নাই। গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। সেজন্য সবার আগে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা বলি নাই বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেন। নির্বাচনে যারা জয়লাভ করবে, তারাই সরকার গঠন করবে। তিনি বলেন, আব্দুস সালাম পিন্টু মৃত্যুদন্ডের আদেশ মাথায় নিয়ে কারাগারেও অনিশ্চিত জীবন কাটিয়েছেন। অংশগ্রহণ করতে পারেনি মমতাময়ী মায়ের জানাযায়। এমনই শতশত নেতাকর্মী গুম-খুনের স্বীকার হয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির,টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসিনুজ্জামিল শাহিন,সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।
এদিকে দীর্ঘ প্রায় ১৭ বছর পর আব্দুস সালাম পিন্টু নিজ এলাকার নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেয়। বিকেলে সংবর্ধনাস্থলে প্রিয় নেতাকে দেখতে নেতাকর্মীসহ সাধারন মানুষের ঢল নামে। নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে ভূঞাপুর পৌর এলাকা।
ছালাম পিন্টু তার বক্তৃতায় বলেন, আমি আপনাদের মাঝে ফিরে আসতে পারবো ভাবিনি, মহান আল্লাহর রহমত আর আপনাদের দোয়ায় আবার ফিরে আসতে পেরেছি। কারাগারে থাকা অবস্থায় সব সময় মৃত্যুর প্রহর গুনেছি। মনে হয়েছে এই বুঝি মৃত্যু কড়া নাড়ছে। তিনি তার কারাবাসের নির্যাতনের কথা উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল এসে কানায় কানায় পূর্ণ হয়ে যায় হাই স্কুল মাঠ। তাদের প্রিয় নেতাকে দীর্ঘ দিন পর এক নজর দেখতে বিএনপিসহ সাধারণ মানুষের ঢল নামে।
Leave a Reply