মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে তারুণ্য নির্ভর বৈষম্যহীন উন্নত জাতি ও রাষ্ট্র গঠনে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে “নারী সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস টাঙ্গাইলের ব্যবস্থাপনায় বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি এপিএ কার্যক্রমের আওতায় ১৯ জানুয়ারি বিকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন ও জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।
অনুষ্ঠানে বক্তাগণ তারুন্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীদের সমান ভাবে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার নারী উদ্যোক্তা, এনজ্ওি প্রতিনিধি’সহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, তরুণ সংগঠক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ প্রায় ২৫০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় শিক্ষামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
Leave a Reply