সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
সকালের বার্তাঃ-
টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ে ডিসেম্বর/২০২৪ মাসিক অ/পরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জ/ঙ্গি দমন, অ/স্ত্র ও মা/দক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রে/ফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মা/মলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, সাইবার ক্রা/ইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয়’সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার, জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণে সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জন এবং বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মা/দক, জ/ঙ্গিবাদ ও চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করার পাশাপাশি গ্রে/ফতারি পরোয়ানা তামিল করার বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।
ডিসেম্বর/২০২৪ খ্রি. মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য পুলিশ সুপার টাঙ্গাইল জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজের পুরস্কার প্রদান করেন।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল থানার অফিসার ইনচার্জগণ, পুলিশের অন্যান্য ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply