বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন
সকালের বার্তাঃ-
টাঙ্গাইল: সদর উপজেলার রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় ১৯৬৭ সালে প্রতিষ্ঠার শুরু থেকে অবৈতনিক চাকরি করেছেন আব্দুল হামিদ ভূঁইয়া। এছাড়াও প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য স্বেচ্ছাশ্রমের জন্য এলাকার উদীয়মান যুবকদের উদ্বুদ্ধ করেছেন। বাড়ি বাড়ি গিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংগ্রহ করেছেন।
এবার সেই প্রতিষ্ঠানের ৫২৮ জন শিক্ষার্থীর মাসিক বেতন পরিশোধ করলেন দেশের স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর স্যোসাল সার্ভিসের (এসএসএস) নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূঁইয়া।
পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষার জন্য প্রতিদিন বিকেলে খেলাধূলার ব্যবস্থা করেছেন। এছাড়াও তার পক্ষ শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।
বুধবার (৫ মার্চ) শহরের এসএসএস ভবণের নিজ কার্যালয়ে এক লাখ ৫৭ হাজার ৭৫০ টাকার চেক তুলে দেন আব্দুল হামিদ ভূঁইয়া। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এ সময় এসএসএসের সিনিয়র পরিচালক ও বিভাগীয় প্রধান মাহবুবুল হক ভূঁইয়া, সিনিয়র পরিচালক ও বিভাগীয় প্রধান সন্তোষ চন্দ্র পাল, উপ-পরিচালক অদিতি আরজু, অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার আনিসুর রহমান উজ্জল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান সরকার, সহকারী শিক্ষক ফরিদা আক্তার, ফজলুল হক, রেহেনা খাতুন, মো. শামীম আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, জানুয়ারি মাসের শেষের দিকে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাসনে আব্দুল হামিদ ভূঁইয়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন দেয়ার ঘোষণা দেন।
আব্দুল হামিদ ভূঁইয়া বিদ্যালয়ের বিভিন্ন স্মৃতিচারণ করে শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বিদ্যালয় সামনের দিকে এগিয়ে নিতে ও প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষা অর্জন করতে যা যা করা প্রয়োজন তাই করতে হবে।
লেখা পড়ার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থী যাতে খেলা ধূলায়ও ভালো করতে পারেন সে বিষয়েও শিক্ষকদের নির্দেশনা প্রদান করেন তিনি। প্রতিটি শিক্ষার্থীকে সার্বিক সহযোগিতার করারও আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী উচ্চ শিক্ষার সুযোগ পেয়ে দেশে এবং বিদেশে গেলে সেই খরচ বহন করা হবে। প্রতিটি শিক্ষার্থীকে মুঠোফোনে আসক্ত না হয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধূলা ও বই পড়ার প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়াও মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে প্রতিটি শিক্ষার্থীকে ধর্মীয় অনুশাসন মেনে চলার পরামর্শ দেন তিনি।
Leave a Reply