1. admin@doiniksokalerbarta24.com : admin :
টাঙ্গাইলে ৩দিন ব্যাপি চলছে লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব - দৈনিক সকালের বার্তা ২৪ কম

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

সর্বশেষ:
আবাদী জমিতে জোড় করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে সাফি খান ও হারুন খানের বিরুদ্ধে,সাফি ও হারুন অস্বীকার গাজায় নিরস্ত্র মুসলিমদের নির্বিচার হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের মানববন্ধন সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিএসসি, র‍্যাব ১৪, ময়মনসিংহ কর্তৃক যৌথ অভিযানে অপহৃত ভিকটিমকে উদ্ধার ও ১জন গ্রেফতার টাঙ্গাইল হুগড়া ইউনিয়নে সাহিন আলম এর উদ্যোগে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে টাংগাইলে ছাত্রজনতা ও জামায়াতের বিক্ষোভ সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিএসসি, র‍্যাব-৯ সিলেট ক্যাম্প কর্তৃক যৌথ অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার জামায়াত – শিবিরকে মাইনাস করার স্বপ্ন ভুলে যেতে হবে – টাংগাইল জেলা আমীর স্ত্রীর পরকিয়া প্রেমিকের হুমকি,নিরাপত্তা চেয়ে স্বামীর সংবাদ সম্মেলন কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন ৫ দিনের রিমান্ড  টাঙ্গাইলে পঞ্চাশ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
টাঙ্গাইলে ৩দিন ব্যাপি চলছে লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব

টাঙ্গাইলে ৩দিন ব্যাপি চলছে লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব

সকালের বার্তা : টাঙ্গাইলে ৩দিন ব্যাপি চলছে ঐতিহ্যবাহী লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব।

বুধবার (১৫ জানুয়ারী) সকাল ১১টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কালচারাল রিফরমেশন ফোরাম টাঙ্গাইল এর আয়োজনে তিন দিন ব্যাপী লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসবের আজ দ্বিতীয় দিন।

মেলাটি উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। স্বাগত বক্তব্য রাখেন লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব কমিটির আহবায়ক আবুল কালাম মোস্তফা লাবু।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গোলাম আম্বিয়া নুরী, জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দর্শকের উপস্থিতিতে ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠিখেলা ও মেয়েদের হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।

এ পিঠা মেলায় ৪২ টি স্টলে স্থান পেয়েছে দুধের পিঠা, ভাপা, নকশি, চিতই, পাঠিসাপটা, জামাই বরণ পিঠা, ডাল ও তালের পিঠা সহ বিভিন্ন রকমের পিঠার সমারাহ। মেলায় দর্শনার্থীরা জানায়, কুয়াশার সকালে কিংবা সন্ধ্যায় হিমেল বাতাসে মুখরোচক পিঠার স্বাদ নেওয়া ভোজন বিলাসী বাঙালির ঐতিহ্যের অংশ। এসময় চলচ্চিত্র পরিচালক ও মেলায় অংশগ্রহণকারী বাইস্কোপ পিঠাঘরের স্বত্বাধিকারী রিয়াজুল রিজু জানান, নবীন ও প্রবীণের সমন্বয় এই পিঠার উৎসবের আয়োজন করা হয়েছে এজন্য আমি আনন্দিত। নতুন প্রজন্মের সঙ্গে দেশীয় পিঠার পরিচয় করিয়ে দিতে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান তিনি। প্রতি বছর যেন এ রকম লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসবের আয়োজন করা হয় এমনটা প্রত্যাশা তার।

মেলায় ঘুরতে আসা টাঙ্গাইল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক প্রকৌশলী জাহিদ রানা জানান, দীর্ঘদিন পর টাঙ্গাইলে একটি ব্যতিক্রমধর্মী লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসবের আয়োজনে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি প্রতিটি পিঠার স্টল ঘুরে দেখেছি। স্টলে বিভিন্ন রকমের পিঠার ডালি সাজিয়ে রেখেছে দোকানিরা। খুব ভালো লাগলো। নতুন নতুন অনেক পিঠার সাথে পরিচিত হলাম। সেগুলোর স্বাদ নিলাম। পিঠাগুলো খুব মজার ছিল।

লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব কমিটির সদস্য সচিব অনীক রহমান বুলবুল জানান, ১৫ থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত
তিন দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব চলবে, এ উৎসবে লাঠি খেলা, ছেলেদের ও মেয়েদের হাডুডু খেলা,
সং যাত্রা, যাদু প্রদর্শন, যাত্রাপালা,পুথি পাঠ, লোকজ গান, গোল্লাছুট, ওপেন টু বাইস্কোপ, বাইস্কোপ, কুত কুত খেলাসহ,
হামদ, নাথে রাসুল, কীর্তন, শ্যামা সংগীত সহ দেশোজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই পিঠা উৎসবের মূল
আকর্ষণ হল মেলায় ঢেঁকিতে প্রকাশ্যে চিড়াকোটা ও মুড়ি ভাজা হবে। পিঠা কিভাবে তৈরি হয় সেটা দর্শক ও শিশুদের দেখানো হবে।

লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব কমিটির আহবায়ক আবুল কালাম মোস্তফা লাবু জানান,
দীর্ঘ সময় ধরে এই বাংলাদেশে লোকজ সংস্কৃতি বিলুপ্তি প্রায়। যান্ত্রিক যুগে মোবাইলের কারণে
শিশুরা লোকজ ও সাংস্কৃতিক থেকে একেবারে দূরে সরে গেছে।

লোকজ সংস্কৃতি কি, শিশুরা তা জানে না। শিশুরা মাঠে-ঘাটে খেলাধুলার বাস্তবতা থেকে অনেকটাই দূরে।
সেই অনুভব থেকে আমরা এ রকম লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসবের আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছি।
হারিয়ে যাওয়া গ্রামীণ লোকজ ও সাংস্কৃতি আগত ও বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।
তিনি আরো জানান, মেলায় বাঙালি কৃষ্টি ও লোকজ ঐতিহ্যের স্মারক বাহারি পিঠা প্রদর্শন, ক্রয়, বিক্রয় ও ভোজনুৎসবের
পাশাপাশি উন্মুক্ত মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় থাকবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




মো.সাইফুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক

আলমগীর হোসেন সম্পাদক ও প্রকাশক দৈনিক সকালের বার্তা ২৪ কম

© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com