বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
সকালের বার্তাঃ-
টাঙ্গাইল পৌরসভার (১৪ নং) ওয়ার্ডের ফ্রি হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌরসভার পূর্ব আদালতপাড়ায় বিশ্বনবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাজহারুল ইসলাম এলিচ এর আয়োজনে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
এ সময় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করেন,কিডনি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: সুশান্ত পাল, হৃদরোগ বিশেষজ্ঞ ডা: শুভদীপ চন্দ্র, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা: প্রীতম চন্দ্র দে এবং গাইনী বিশেষজ্ঞ ডা: মিতু দেবনাথ। এ সময় প্রায় ৩ শতাধিক স্থানীয় পুরুষ এবং নারীকে চিকিৎসা সেবা দেয়া হয়।
স্থানীয় ফ্রী চিকিৎসা সেবা প্রদান বিষয়ে জানতে চাওয়া হলে আয়োজক মাজহারুল ইসলাম এলিচ জানান, মূলত আমি দীর্ঘদিন যাবত বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করে থাকি। এরই ধারাবাহিকতায় আমার এই জনসেবামূলক আয়োজন।
তিনি আরো জানান, এছাড়া আগামী পৌরসভা নির্বাচনে ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে অংশগ্রহন করার প্রত্যাশা রয়েছে, তাই আমার স্থানীয় ১৪ নং ওয়ার্ডবাসীর পাশে সবসময় থাকতে চাই।
Leave a Reply