শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
সকালের বার্তাঃ-
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল কর্তৃক ০৩ ফেব্রুয়ারী সকাল ১১.০০ টা থেকে সখিপুর উপজেলার বংকি এলাকায় ভেজাল সস তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জহির হট টমেটো সস কারখানায় পরিচালিত এই অভিযানে দেখা যায় প্রতিদিন শত শত লিটার টমেটো সস তৈরি করছে কারখানা মালিক জহির রায়হান। নেই বিএসটিআই এর অনুমোদন। ইন্ডাস্ট্রিয়াল রঙ, কেমিক্যাল, আটা দিয়ে তৈরি মানবদেহের জন্য ক্ষতিকর এই সস ভুয়া ঠিকানাযুক্ত মোড়কে সরবরাহ করছেন বিভিন্ন জেলায়।
এ সকল অপরাধের জন্য কারখানা মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। সেইসাথে বিক্রয়ের জন্য সংরক্ষিত প্রায় ১,০০০ লিটার টমেটো সস এবং ক্ষতিকর রঙ ধ্বংস করা হয়েছে। সেই সাথে কারখানা মালিককে ক্ষতিকর এই সস তৈরি বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান ন/কল, ভে/জাল প্রতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে তথ্য দিতে অথবা অভিযোগ করতে কল দিন হটলাইন ১৬১২১ নম্বরে।
Leave a Reply