রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
সকালের বার্তাঃ- টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২২ ফেব্রুয়ারি উপজেলার নারান্দিয়া টেনুরাম ক্ষেত্রনাথ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শাজাহান।অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী তামিম আক্তার প্রামাণিক। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বার সমিতির সভাপতি ও টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মাঈদুল ইসলাম শিশির। আলোচনা সভায় অংশ নেন আফাজ উদ্দিন কৃষি কলেজের অধ্যক্ষ সুদর্শন তালুকদার, লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান আখুন্দ,নারান্দিয়া টেনুরাম ক্ষেত্রনাথ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ আলী,তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইন্সটিটিউটের অধ্যক্ষ, জাতীয় ইংরেজি দৈনিক দি নেক্সটনিউজ এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক তোফাজ্জল হোসেন তুহিন,বিএনপি নেতা মামুন তালুকদার , লুৎফর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র নেতা মোমিন ও লিটন মোল্লা। আলোচনা শেষে দুশো শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে স্থানীয় তামিম আক্তার প্রামাণিক, লিটন মোল্লা, মোমিন মিয়া,ওমর ফারুক তালুকদার ও নুরুন্নবী চৌধুরী শান্ত নামের পাঁচ যুবক এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে।
Leave a Reply