শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
সকালের বার্তাঃ-
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল শহর শাখার উদ্যোগে স্থানীয় এক মিলনায়তনে বাছাইকৃত কর্মীদের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৭ ফেব্রুয়ারি) টাংগাইলের স্থানীয় এক মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সাইফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াতের কর্মীদের মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি আল কুরআনের আয়াতের উদ্ধৃতি তুলে ধরে বলেন,শুধু নিজের কল্যাণে নয় সাধারণ মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে। আল্লাহর রাসুলের সাহাবীগণ বিভিন্ন উপলক্ষ্যে শপথ নিয়েছেন, জামায়াতের কর্মীদেরও রুকনিয়াতের শপথ নিয়ে হেদায়াতের আলোতে দুনিয়াকে আলোকিত করতে হবে। দিনব্যাপী এ শিক্ষাশিবিরে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,লন্ডন প্রবাসী প্রফেসর ড. মোজাম্মেল হোসাইন, শহর নায়েবে আমীর মাওলানা খন্দকার আব্দুর রহিম, শহর কর্মপরিষদ সদস্য মাওলানা লুৎফর রহমান, জহির উদ্দিন বাবর প্রমুখ।
Leave a Reply