বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
সকালের বার্তাঃ- চান্দুরা থেকে অপহৃত ভিকটিম কে টাঙ্গাইল বাসাইল থেকে উদ্ধার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ভিকটিম মোহাম্মদ আব্দুল্লাহিল বাকী (৪৯) এর গ্রামের বাড়ী বগুড়া জেলার শেরপুর থানা এলাকায়। সে গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে বিয়ের দাওয়াত খাওয়ার জন্য ঢাকার টঙ্গীতে তার আত্মীয়ের বাড়িতে যায়। বিয়ের দাওয়াত শেষে ঐদিন আনুমানিক ১৭.০০ ঘটিকায় বগুড়ার উদ্দেশ্যে রওনা হয় । সে প্রথমে লোকাল গাড়িতে চান্দুরা পর্যন্ত এসে বগুড়ার গাড়ি খোঁজার জন্য চান্দুরাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। এ সময় অজ্ঞাতনামা অপহরণকারীরা ভিকটিম আব্দুল্লাহিল বাকী (৪৯)‘কে রাত অনুমান ১৯.০০ ঘটিকায় জোরপূর্বক প্রাইভেটকারে ওঠায়। প্রাইভেটকারে ওঠানোর সঙ্গে সঙ্গে তার হাত, পা এবং চোখ বেঁধে ফেলে এবং তাকে মারপিট করতে থাকে। এমন সময় ভিকটিমের পকেটে থাকা মোবাইল দিয়ে ভিকটিমের পরিবারের কাছে মুক্তিপণ দাবী করে এবং মুক্তিপণ না দিলে ভিকটিম আব্দুল্লাহিল বাকি‘কে মেরে ফেলার হুমকি দেয়। তখন উপায় না পেয়ে ভিকটিমের পরিবার তিন দফায় মুক্তিপণ হিসেবে মোট ৪০ (চল্লিশ) হাজার টাকা অপহরণকারীদেরকে দেয়। পরবর্তীতে, ভিকটিমের পরিবারের লোকজন র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের কাছে অপহরণের ঘটনা জানালে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল রাত অনুমান ২৩.৪০ ঘটিকায় টাঙ্গাইল জেলার বাসাইল থানাধীন বাউখোলা আন্ডার পাশের পশ্চিম পাশে একটি পেট্রোল পাম্পের পাশের রাস্তায় পড়ে থাকা অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে । ভিকটিম মোহাম্মদ আব্দুল্লাহিল বাকী (৪৯)‘কে উদ্ধার করে তৎক্ষণাৎ টাঙ্গাইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply