বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
সকালের বার্তাঃ- ২০০২ সালে বহুল আলোচিত টাঙ্গাইল সদর থানা এলাকায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলার মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার গাজীপুর থেকে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েদী মোঃ শাহাদাত হোসেন (৪০) কে গ্রেফতার করেছে রর্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প
গত ০৫ আগস্ট ২০২৪ তারিখে সরকার পতনের সময় দেশের আইন-শৃঙ্খলার নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার গাজীপুর থেকে অন্যান্য বন্দীদের সাথে গ্রেফতারকৃত কয়েদী কারাগার থেকে পালিয়ে যায়। উক্ত ঘটনায় সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং আসামির অবস্থান শনাক্তের জন্য সর্বাত্মক চেষ্টা করতে থাকে।
৩। এরই প্রেক্ষিতে, দীর্ঘ ৭ (সাত) মাসের অব্যাহত চেষ্টার পর র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ২৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখ সময় অনুমান ১৮:০৫ ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোলচত্বর সংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ড থেকে উক্ত জেল পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদী নং-৫৫১১/এ মোঃ শাহাদাত হোসেন (৪০), পিতা-ওমর আলী, সাং-চৌবাড়িয়া, থানা ও জেলা-টাঙ্গাইল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৪। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply