সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
সকালের বার্তাঃ-
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সংসদ নির্বাচনে অংশ নেওয়া লুৎফর রহমান মতিন বলেছেন, ভালো শিক্ষার্থী তৈরি করতে অভিভাবকদের গুরুত্ব অপরিহার্য।
লুৎফর রহমান মতিন আরও বলেন,বিগত ১৭ বছর আমি বিএনপি রাজনীতি করায় ও বিএনপি মনোনীত সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করায় আমার প্রতিষ্ঠাতা লুৎফর রহমান মতিন মহিলা কলেজে কোনো উন্নয়নের ছোঁয়া পড়েনি। বিগত ফ্যাসিস্ট সরকার প্রতিহিংসাবশত সমস্ত উননয়ন কর্মকান্ড থেকে এই মহিলা কলেজকে দূরে রেখেছে। কালিহাতীর রাজাবাড়ী লুৎফর রহমান মতিন ডিগ্রি কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সোমবার বেলা ১২ টার দিকে কালিহাতীর রাজাবাড়ী লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সংসদ নির্বাচনে অংশ নেওয়া লুৎফর রহমান মতিন। তিনি কলেজে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।
শিক্ষার মান উন্নয়নের লক্ষে তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান সহ কলেজে শিক্ষার মানউন্নয়নকল্পে বিভিন্ন দিক-নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন।
তিনি আরো বলেন, বিগত ১৭ বছরে আমি আমার গড়া প্রতিষ্ঠানে আওয়ামীলীগের কতিপয় কয়েকজন এই প্রতিষ্ঠানকে জিম্মি করে রেখেছিলো। তারা শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। কলেজে উন্নয়নের ছোঁয়া লাগেনি।
গত ৫ আগষ্ট ফ্যাসিষ্ট সরকার পতনের পর দেশের মানুষের শান্তি ফিরে এসেছে। তারই ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠানের শিক্ষার মান ফিরিয়ে আনতে আমি কাজ শুরু করেছি। সকলের সহযোগীতায় এই কলেজের শিক্ষার মান ফিরিয়ে আনতে চাই।
শিক্ষার মান উন্নয়নের লক্ষে তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান সহ কলেজে শিক্ষার মানউন্নয়নকল্পে বিভিন্ন দিক-নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন।
কালিহাতীতে শিক্ষা নগরী এই সুনাম ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের শিক্ষার্থীদের আশ্বাস দেন তিনি।শিক্ষার মান উন্নয়নে লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
লুৎফর রহমান মতিন মহিলা কলেজের সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বাগত বক্তব্য রাখেন লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, টাঙ্গাইল জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আউয়াল, কলেজের দাতা সদস্য সেকান্দার আলী সিকদার প্রমুখ।
Leave a Reply