বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
সকালের বার্তাঃ- টাংগাইল জেলার মির্জাপুর থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য হেরোইনসহ ০১ (এক) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিসি-৩, র্যাব-১৪, টাংগাইল ক্যাম্প ।
র্যাব তাঁর প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র, অপহরণ,চোরাচালান, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, র্যাব-১৪ টাংগাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২২ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.৪৫ ঘটিকায় টাংগাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সইবুর রহমান (৬৬), পিতা- মৃত নইমুদ্দিন, সাং-দরগাপাড়া, থানা-গোদাগাড়ি, জেলা-রাজশাহীকে আটক করা হয়। পরবর্তীতে উক্ত আসামী কে মাদকদ্রব্য হেরোইন এর ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামী মাদকদ্রব্য হেরোইন তার পায়ু পথে লুকিয়ে রাখার বিষয় স্বীকার করে। পরবর্তীতে আসামীকে টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পায়ু পথে লুকিয়ে রাখা ৬৪ গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৬,৪০,০০০/-(ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র)
এ ঘটনায় টাংগাইল জেলার মির্জাপুর থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply