1. admin@doiniksokalerbarta24.com : admin :
কালিহাতীতে প্রবাসী যুবক অপহরণে থানায় মায়ের লিখিত অভিযোগ - দৈনিক সকালের বার্তা ২৪ কম

রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের কালিহাতীতে আবু সাঈদ ও মীর মুগ্ধ স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলে ঐতিহ্যবাহী সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের মিলন মেলা অনুষ্ঠিত লাইটহাউজ স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চলন্ত বাসে ডাকাতি ও যৌন নির্যাতন গ্রেফতার ৩ জনের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা উদ্ধার ইসলামী যুব মজলিসের নতুন কমিটি গঠন তুহিন সভাপতি ও সোহাইল সেক্রেটারি পুননির্বাচিত টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ জামায়াতের সহকারী সেক্রেটারী আজহারুলের মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অবিলম্বে নির্বাচন দিতে হবে জনগনের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা চলবে না …মঈন খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবায়নযোগ্য জ্বালানি নীতির সংস্কারের দাবিতে পদযাত্রা ও গণজমায়েতঃ জরুরি নীতিগত পরিবর্তনের আহ্বান প্রশাসনের কঠোর নজরদারিতে ভূঞাপুরের বালু
কালিহাতীতে প্রবাসী যুবক অপহরণে থানায় মায়ের লিখিত অভিযোগ

কালিহাতীতে প্রবাসী যুবক অপহরণে থানায় মায়ের লিখিত অভিযোগ

সকালের বার্তাঃ-

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা গ্রামে এক প্রবাসী যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর মা সুফিয়া বেগম এ ঘটনায় কালিহাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি ছেলের স্ত্রীকে জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছেন।

জানা গেছে, কোকডহরা গ্রামের মৃত রুস্তম সরকারের ছেলে আবু বক্কর সিদ্দিক (বাবু) (৪০) দীর্ঘদিন মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। চলতি বছরের ১৮ জানুয়ারি তিনি দেশে ফেরেন। ২০ বছর আগে উপজেলার ছাতিহাটি গ্রামের মৃত বিল্লাল হোসেনের মেয়ে মনিরা আক্তারকে (৩৫) বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দেশে ফেরার পর থেকেই আবু বক্কর সিদ্দিক ও তার স্ত্রী মনিরা আক্তারের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে ৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টার দিকে কে বা কারা একটি মাইক্রোবাসে করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

অপহৃত আবু বক্করের মা সুফিয়া বেগম বলেন,
আমার ছেলের থাকার ঘর ও আমার থাকার ঘর আলাদা। ঘটনার দিন রাতে হঠাৎ কিছু লোক বাড়িতে ঢুকে হুমকি দিতে থাকে। আমি ভয়ে বাইরে আসিনি। পরে যখন ওরা চলে যায়, তখন বের হয়ে দেখি ছেলের ঘরের দরজার খিল ভাঙা এবং ছেলে নেই। আশপাশের লোকজন জানিয়েছেন, একটি মাইক্রোবাসে করে অজ্ঞাত ব্যক্তিরা তাকে তুলে নিয়ে গেছে। এরপর আমি কালিহাতী থানায় লিখিত অভিযোগ করি।

উৎরাইল বটতলা বাজারের নাইট গার্ড মনির হোসেন বলেন, রাতে বাজারের দক্ষিণ পাশে পুকুরের সামনে একটি মাইক্রোবাস দাঁড়ায়। পরে সেটি বটতলা হয়ে বাবুদের বাসায় যায় এবং মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফিরে আসে। একটি মোটরসাইকেলে থাকা এক মহিলাকেও দেখতে পাই।

বন্ধু লিটন মিয়া জানান,রাত ১২টার দিকে বাবু আমাকে ফোন দিয়ে বলে, ‘তাড়াতাড়ি আমার বাড়িতে আয়।’ আমি ৫-৬ মিনিটের মধ্যে সেখানে পৌঁছাই, কিন্তু বাবুকে আর পাইনি। পরে অনেককেই জিজ্ঞাসাবাদ করি, নাইট গার্ডের কাছ থেকেও জানতে পারি মাইক্রোবাসটি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল।

কোকডহরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুব্রত কুমার বণিক বলেন, আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে ফেরার পর তার পারিবারিক কলহ চলছিল বলে শুনেছি। প্রশাসনের প্রতি অনুরোধ জানাই, তারা যেন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত চলছে। কারা জড়িত এবং কী ঘটেছে, তা জানতে কিছু সময় লাগবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com